Rajganj: ব্যালট বাক্স কোথাও পুড়ল তো কোথাও জলে ফেলে দেওয়া হল

রাজগঞ্জ: ব্যালট বাক্স নিয়ে জঙ্গলে ছুট দিলেন প্রার্থী! কোথাও জলে ফেলে দেওয়া হল ব্যালট ভর্তি বাক্স। কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগে আগুন জ্বালিয়ে দিলেন স্থানীয় জনতা। সব ক্ষেত্রেই এ বলে আমায় দেখ, ও বলে আমায়; এই পঞ্চায়েত ভোট পর্বে রাজগঞ্জের জায়গায় জায়গায় ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠে এল।

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গিরনগছে ১২৯ নম্বর বুথে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার অভিযোগ, শিকারপুর অঞ্চলের ধোপগুরি বুথে ব্যালট নিয়ে ছুটে পালানোর অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, সেখানেই আবার স্থানীয় ভোটাররা ছাপ্পা ভোটে ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে বলে জানা যাচ্ছে। গিরনগছের ঘটনায় জানা যাচ্ছে, জোট প্রার্থীরা ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে, সেই সময় তৃণমূলের কয়েকজন ব্যালট বাক্স পুকুরে ফেলে দেন। ব্যালট নিয়ে একাধিক জায়গায় উত্তেজনার খবর সামনে আসছে পরপর।

About The Author