রাজগঞ্জ: নির্বাচনের আর মাত্র কয়েকঘণ্টা। তার আগেই শুক্রবার সকাল থেকে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনায় দফায় দফায় উত্তাল হল গজোলডোবা সংলগ্ন টাকিমারি এলাকা।
তৃণমূলের অভিযোগ, রাজগঞ্জের মান্তাদাড়িতে টাকিমারি বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিজেপির কর্মী ও সমর্থকরা। এই নিয়ে শুক্রবার সকালে মিলনপল্লী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। প্রায় সঙ্গে সঙ্গেই এই ঘটনায় পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।
এরপরই ক্ষোভ উগড়ে দেয় এলাকার বিজেপির নেতা কর্মীরা। তাঁদের দাবি, ভোটের আগের দিন ইচ্ছে করেই এলাকায় ঘটনা সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে শাসক দল। তারা নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ জানিয়েছে।
শুক্রবার দুপুরে বিজেপির কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মিলনপল্লী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী ও সমর্থকরা। সেই সাথে গজোলডোবা সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিজেপি। ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।
https://youtu.be/4GxtOXK0nhg

