ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা, গুলিবিদ্ধ তিন বিজেপি কর্মী

পঞ্চায়েত ভোটের আবহে ফের তপ্ত দিনহাটা। কালমাটিতে প্রচার সেরে বাড়ি ফেরার পথে অতর্কিতে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। চলল গুলি। ঘটনা ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। ঘটনার সময় তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ধরে ফেলেন এক তৃণমূল কর্মীকে। তাঁকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিকে ঘটনার সময় এক তৃণমূল কর্মীকে ধরেও ফেলেন এলাকার বাসিন্দারা। বিজেপির বুথ সভাপতি রাজু বর্মনের স্ত্রী ওই বুথে বিজেপির প্রার্থী হয়েছেন। এদিন তাঁর হয়েই প্রচার চালাচ্ছিলেন দলীয় কর্মীরা। প্রচার সেরে বাড়ি ফেরার পথে অতর্কিতে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটে এঘটনা। বিজেপি নেতা রাজু বর্মনের দাবি, তাঁদের কর্মীদের দেখে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তৃণমূলের লোকজন। তাতেই আক্রন্ত হন মিলন বর্মন, চন্দ্র বর্মন ও অর্জুন বর্মন নামের তিন বিজেপি কর্মী। এছাড়াও নারায়ণ বর্মন নামে আরও এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

About The Author