কাঠ কুড়োতে গিয়ে বনকর্মীদের গুলিতে মৃত্যু, বানারহাটে উত্তেজনা

জলপাইগুড়ি: জ্বালানির জন্য জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বনকর্মীর গুলিতে মৃত্যু হল এক ধূপগুড়ির ঝাড়আলতা-১ নং গ্রাম পঞ্চায়েতের রাভাবস্তি এলাকার এক ব্যক্তির। মৃতের নাম জিতেন রাভা (৪৪)।

গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার সকালে গয়েরকাটা মরাঘাট জঙ্গলের এসএমজি ২ কম্পার্ট‌মেন্টে শুকনো কাঠ কুড়োতে গিয়েছিল কয়েকজন বনবস্তিবাসী। বনদপ্তরের কর্মীরা গুলি চালায় এবং জিতেন রাভার মৃত্যু হয়। আরেক বাসিন্দা ললিত রাভা গুরতর আহত অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বনদপ্তরের দাবি, না জেনেই এই ঘটনা ঘটেছে। শূন্যে গুলি চালাতে গিয়ে ব্যক্তির গাঁয়ে লেগে মৃত্যু হয়েছে।

এদিন মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় রাভা বস্তি এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ও বিন্নাগুড়ি আউট পোষ্টের পুলিশ। যে বনকর্মী গুলি চালিয়েছে তার গ্রেফতারের দাবি জানায় স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে গ্রামবাসীদের নিয়ে খট্টিমারী বনবাংলোয় বৈঠকে বসেন পুলিশ এবং বনদপ্তরে আধিকারিকরা। বৈঠকে, মৃতের পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণের সাথে অভিযুক্তদের শাস্তার দাবি তোলে গ্রামবাসীরা। বৈঠক শেষে প্রায় আট ঘণ্টা পর দেহ ছেড়ে দেন গ্রামবাসীরা।

About The Author