Rajganj: ‘সময়ের অপেক্ষা, BJP বিপুল ভোটে জয়ী হচ্ছে’, আত্মবিশ্বাসী পদ্ম-প্রার্থী

রাজগঞ্জ: রাজগঞ্জের প্রতিটা বুথেই বিপুল ভোটে জয় পাবে বিজেপি, ১১ জুলাইয়ের আগেই ভোটের ফলাফল নিয়ে বিপুল আশা দেখছেন পদ্ম-প্রার্থীরা। লুট-সন্ত্রাস না হলে পদ্মের জয় নিশ্চিত; সোমবার রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর শিব মন্দির এবং কালিমন্দিরে পুজো দিয়ে আত্মবিশ্বাসী বিজেপির প্রার্থীরা।

এদিন, রাজগঞ্জের মাঝিয়ালি, কুকুরজান ইত্যাদি একাধিক অঞ্চলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সবমিলিয়ে ২২ জন বিজেপির প্রার্থী মন্দিরে পুজো দেন। পরিচয় পর্ব সেরে জেলা পরিষদের বিজেপি প্রার্থী মন্টু বর্মণ বলেন, তৃণমূল সরকারের দুর্নীতি আর চুরি নিয়ে নতুন কিছু বলার নেই। গ্রামের মানুষ সব জানেন। রাজগঞ্জের সব এলাকায় বিজেপি বিপুল ভোট পাবে। লুট-সন্ত্রাস না হলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সকলেই। অনুষ্ঠানে ছিলেন বিজেপির রাজগঞ্জ দক্ষিণ মণ্ডলের সভাপতি সুশান্ত রায়।

About The Author