লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে ভারত

বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। টাইব্রেকারে ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠে পড়ল সুনীলের ভারত। টাইব্রেকারে নজর কাড়লেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু।

শনিবার সেমিফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল লেবানন। খেলার নির্ধারিত সময়ে কোনও দল গোল করতে পারেনি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হল। ট্রাইবেকারে ভারত ৪-২ গোলে লেবাননকে পরাজিত করে ফাইনালে উঠে পড়ল। ফাইনালে ভারতের সঙ্গে খেলা হবে কুয়েতের। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এদিন প্রায় কুড়ি হাজার দর্শক এই ম্যাচের সাক্ষী রইলেন।

About The Author