Rajganj: তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩০টি পরিবার

রাজগঞ্জ: পঞ্চায়েত ভোটের মুখে দলবদল অব্যাহত। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের ফাটাপুকুর ডাঙ্গাপাড়া এবং স্কুলপাড়া বুথে প্রায় ৩০টি পরিবার যোগ দিল বিজেপিতে। শুক্রবার রাতে স্থানীয় বিজেপির নেতাদের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়েছেন ৩৫ জন। গেরুয়া শিবিরের দাবি, সবমিলিয়ে ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল।

ফাটাপুকুর স্কুলপাড়া বুথের বিজেপির সভাপতি স্বরূপ দেবনাথ এবং ডাঙ্গাপাড়া বুথে সভাপতি চৈতন্য বর্মনের নেতৃত্বে এই যোগদান কর্মসূচী অনুস্থিত হল। ভোটের আগে শাসকদলের সন্ত্রাসকে উপেক্ষা করেই দলবদল বলে দাবি গেরুয়া নেতাদের।

এদিকে, রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারলেন জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মোট ১৬ জন প্রার্থীকে নিয়ে পাগলারহাটে সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সেই সভায় বিজেপি নেতা বিধান ঝাঁ, রাজগঞ্জ বিধানসভার বিজেপির আহ্বা‌য়ক দিলীপ কুমার চৌধুরী, দক্ষিন মণ্ডলের সভাপতি সুশান্ত রায় সহ দলের প্রায় ৪০০ কর্মী সমর্থক হাজির ছিলেন।

About The Author