শিলিগুড়ি: শুরুটা হয়েছিল সফরের প্রথম দিনই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে স্লোগান দিয়েছিল TMCP-র সদস্যরা। মঙ্গলবার আবারও একই ঘটনায় উত্তাল হল বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকের আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেটে রাজ্যপালের কনভয় বিক্ষোভের মুখে পড়ে। রাজ্যপালের উদ্দ্যেশ্যে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদ।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অবৈধভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। তারওপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যদের সঙ্গে অবৈধভাবে বৈঠক চলছে। এর প্রতিবাদেই বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা, এমনটাই জানিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শঙ্কর ঘোষ। তাঁর কথায়, শিক্ষা ক্ষেত্রে রাজনীতি করছে তৃণমূল।