ঐতিহাসিক! ২৬ বছর পর মিশরে ভারতের প্রধানমন্ত্রী, ইজিপ্ট ঘুরে ‘অভিভূত’ মোদী

১৯৯৭-র পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী মিশর সফরে গেলেন। মার্কিন সফর শেষ করে দু’দিনের মিশর সফরে শনিবারই কায়রোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। দু’দিনের মিশর সফর সম্পূর্ণ করে রবিবার সন্ধ্যায় কায়রো থেকে নয়া দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের মাটি ছাড়ার আগেই এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী।

রবিবার দুই রাষ্ট্র কর্তার মধ্যে বৈঠকও হয়। সেখানেই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করেন আল-সিসি। বৈঠক সেরে ইজিপ্টের পিরামিড দেখতে যান মোদী। তাঁর এই সফরের মধ্য দিয়ে ‘ভারত-মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে এবং এর মধ্য দিয়ে দেশবাসী উপকৃত হবে’ বলেও টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার ইজিপ্টে যান মোদী। সেখানে গিয়েই বোহরা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাত করেন মোদী। এই সাক্ষাতে বেশ খুশী বোহরা মুসলিমরা। দু’দিনের কর্মসূচী সেরে রবিবার সন্ধ্যায় দিল্লির পথে পারি দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশর সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ নয়, দেশের জন্যও ‘বড় সম্মান’ বলে জানিয়েছেন মোদী মন্ত্রিসভার অন্যতম সদস্য নির্মলা সীতারমণ। প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসি মিশরবাসীর তরফে থেকে যে সম্মান দিয়েছেন তাতে ‘অভিভূত’, টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

About The Author