রাজকীয় আয়োজনে মোদীকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন প্রেসিডেন্ট বাইডেন

আমেরিকা সফরে গিয়ে অবশেষে হোয়াইট হাউসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাসমারোহে তাঁকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। দেখা করলেন দেশটির মন্ত্রী মণ্ডলীর সঙ্গেও। হোয়াইট হাউসে গিয়ে ফার্স্ট লেডিকে একটি বহুমূল্য উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

বলিউডি নাচে গানে, ১৯টি তোপের ধ্বনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক প্রেসিডেন্ট বাইডেন। সৌজন্য বিনিময় সেরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদী। রাতে আবার ফিরে আসবেন হোয়াইট হাউসে, যোগ দেবেন রাষ্ট্রীয় নৈশভোজে।

ইতিমধ্যেই যৌথভাবে মহাকাশ অভিযানের কথা ঘোষণা করেছেন দুই কর্তা। সব ঠিক থাকলে ২০২৪-এই ইসরো এবং নাসার যৌথ প্রচেষ্টা নজরে আসবে। মোদীকে পাশে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের দুর্দান্ত সম্পর্কের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী মোদী জানান, এই সম্মানে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী। প্রধানমন্ত্রী মোদীর আগমন উপলক্ষ্যে হোয়াইট হাউসে জড়ো হন ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের বহু মানুষ। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্তা।

About The Author