রাত পোহালেই রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী, ৮২২ কোম্পানি দিয়েই ভোট!

৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই এবারের পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। শুক্রবারই আপাতত ২২ কোম্পানি বাহিনী ঢুকছে বাংলায়। এক এক জায়গায় এক এক সময়ে পৌঁছবে সেই বাহিনী।

গত ১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্র সরকারের কাছে কমিশনকে চাইতে হয়। সেইদিনই কমিশনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল হাইকোর্ট। বলেছিল, এরমধ্যেই তা চেয়ে নিতে। যদিও এরপর জল গড়ায় দিল্লি অবধি।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে প্রথমে রাজি ছিল না কমিশন। হাইকোর্টের নির্দেশ যাতে খারিজ হয়, সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্ট অবধি ছুটেছিল তারা। যদিও সুপ্রিম কোর্ট উল্টে হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখে। ফলে কমিশনের হাতে আর কোনও উপায় নেই। তারা রাজিও হয় বাহিনী দিয়ে ভোট করাতে।

বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমিশনার জানান, ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই ‘মুভ’ করেছে। তা কমিশনকে জানিয়েও দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বৃহস্পতিবার রাত বা শুক্রবারের মধ্যেই ঢুকতে শুরু করবে।

About The Author