Adipurush: তুমুল ট্রোলের জেরে সংলাপ বদলের সিদ্ধান্ত ছবি নির্মাতাদের

আদিপুরুষ ছবিটি মুক্তি পেতে না পেতেই তুমুল ট্রোলের মুখে পড়েছে। বিশেষ করে চরিত্রের দৃশ্যায়ন এবং সংলাপের জন্য প্রবল সমালোচনা শুরু হয়েছে। বজরংবলীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁর মুখে কিছু সংলাপ শুনে কার্যত বিরক্ত হয়েছেন দর্শকেরা। চাপের মুখে পড়ে এবার সংলাপের বদলের সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির নির্মাতারা।

‘রামায়ণ’ অবলম্বনে তৈরি ওম রাউতের পরিচালিত ছবি ‘আদিপুরুষ’ ছবিতে হনুমানের মুখের একটি সংলাপ তুমুল শোরগোল ফেলেছে নেটপাড়ায়। এই ছবির সংলাপ লিখেছেন মনোজ মুন্তাসির। তিনিই রবিবার জানান যে এই ছবির নির্মাতারা কয়েকটি সংলাপ বদলের সিদ্ধান্ত নিয়েছেন। এই ছবির সংলাপ ও গানের কথা লিখেছেন মনোজ। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কয়েকটি সংলাপ যা শুনে কার্যত অবাক দর্শকেরা।

মনোজ একটি টুইট বার্তায় জানিয়েছেন, ‘দর্শকের ভাবাবেগের থেকে বড় কিছু নেই। আমার লেখা সংলাপ যথার্থ তা নিয়ে আমার কাছে যথেষ্ট যুক্তি রয়েছে। কিন্তু সেগুলো বললে আপনারা সন্তুষ্ট হবেননা। সেই কারণে আমরা কয়েকটি সংলাপ বদলের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে নতুন সংলাপগুলি যুক্ত করা হবে’। এদিকে, গত দুদিনে এই ছবির টোটাল কালেকশন ২৪০ কোটি টাকা।

About The Author