প্রার্থী হওয়া নিয়ে দাম্পত্য কলহ! একই পদের জন্য মনোনয়ন জমা স্বামী-স্ত্রী’র

মালদা: একই আসনে একই পদের জন্য স্বামী স্ত্রী দু’জনই মনোনয়নপত্র জমা করলেন। প্রার্থী হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ। স্ত্রী এলাকার বিধায়ক এবং স্বামী তৃণমূল নেতা। জেলা পরিষদ আসনে দুই প্রার্থীই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম জমা করলেন। মালদার কালিয়াচক ৩ নং ব্লকে অবাক করা কাণ্ড। জেলা পরিষদের ৪৩নং আসনে এই দম্পতি মনোনয়নপত্র জমা পড়েছে। আর সেখানেই ধরা পড়ল এমন অভিনব ছবি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

মালদার জেলা পরিষদের ৪৩ নং আসনের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকারের স্বামী পরিতোষ সরকারের নাম স্থির করা হয়েছে। এদিকে, চন্দনা সরকার বৈষ্ণবনগর বিধানসভার বিধায়কের পাশাপাশি মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছেন। তাই কালিয়াচক ৩নং ব্লকের ৪৩ নং আসনটি বিধায়কের স্বামী পরিতোষ সরকারের নাম স্থির করা নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়। ৪৩ নম্বর আসনটিতে প্রার্থী হতে দাবী জানাতে থাকে বিধায়ক চন্দনা সরকার।

জেলা নেতৃত্ব বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানান। কিন্তু রাজ্য নেতৃত্ব চন্দনা সরকারের দাবী নাকচ করে দেন। শুধু তাই নয় চন্দনা সরকারের স্বামী গৃহযুদ্ধ রুখতে প্রার্থীপদ থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদনও করেন রাজ্য থেকে জেলা নেতৃত্বকে। কিন্তু দলীয়ভাবে সেই আবেদনও নাকচ করে দেওয়া হয়। প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পরিতোষ সরকারকে। এরপরই এই দম্পতি একসাথে জেলা রিটারিং দপ্তরে এসে একই আসনে মনোনয়নপত্র জমা দেন। এই নিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গেলে দাম্পত্য কলহই প্রকাশ পেল।

About The Author