চোপড়ায় মনোনয়নে চলল গুলি, মৃত সিপিএম কর্মী, জখম ৬

মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে চলল গুলি। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসে  গুলির আঘাতে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। জখম অবস্থায় আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, বাম ও কংগ্রেস প্রার্থীরা চোপড়ায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। আচমকাই মিছিলের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির।

পঞ্চায়েত ভোটের নমিনেশন করতে আসার পথে চোপড়া থানার মুন্সিগঞ্জ এলাকায় বাম কংগ্রেস জোটকে বাধা শাসকদলের। সংঘর্ষ, চলল গুলি, গুলিবিদ্ধ এখনো পর্যন্ত চারজন। সিপিআইএমের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে দলের পক্ষ থেকে জানিয়েছে আরও তিনজন গুলিবিদ্ধ বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কা জনক তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

About The Author