মনোনয়নে বোমাবাজি! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম পুলিশও

মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে আইএসএফ তৃণমূলে সংঘর্ষ। বোমাবাজি এবং গুলি চালানর অভিযোগ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে উঠল ভাঙড়।

মঙ্গলবার সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে সংঘর্ষ বেধে যায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। তার জেরে কয়েক জন পুলিশকর্মী জখম হন। কিছুটা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে দু’পক্ষই অভিযোগ তুলেছে একে অপরের বিরুদ্ধে।

https://youtu.be/oXWj6LjPUms

এদিকে, মঙ্গলবার ভাঙড় ১ নম্বর ব্লক থেকে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। তার আগে এমন ঘটনায় চাঞ্চল্য জেলাজুড়ে।


About The Author