রাজগঞ্জ: একাধিকবার দাবি করেও যেখানে রাস্তা মেলে না, সেখানে একটি ফাঁকা মাঠে সিসি রাস্তার নির্মাণ কেন? প্রধানের বিরুদ্ধে এমনই প্রশ্ন তুলে সরব হলেন শাসকদলের পঞ্চায়েত সদস্যরাই। ফাঁকা মাঠে কোনও বাড়ি ঘর নেই, তাহলে রাস্তা কাদের জন্য? রাজগঞ্জের পানিকাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে চাপানোতোর শুরু হয়েছে।
পানিকাউরি অঞ্চলের ফুটকিপাড়া এলাকায় প্রধান অলোপ রায়ের নিজ সংসদে একটি সিসি রাস্তা করা হয়েছে। এলাকায় ফাঁকা মাঠে একটি সিসি রাস্তা তৈরি করেছেন বলে অভিযোগ শাসকদলের কয়েকজন পঞ্চায়েত সদস্যের। ১৮৬ মিটার দীর্ঘ ওই রাস্তার চারিপাশে পাট ক্ষেত এবং চা বাগান রয়েছে। মানুষের বসবাস নেই। তাহলে কেন এই রাস্তা করা হল? সেই প্রসঙ্গে অভিযোগকারী পঞ্চায়েত সদস্যদের দাবি, প্রধান নিজের ব্যক্তিগত কাজে রাস্তাটি করিয়েছেন।
যদিও এমন অভিযোগ অস্বীকার করলেন প্রধান। তাঁর দাবি, সেখানে প্রতি বর্ষায় চাষের জমি ডুবে যায় তাই কৃষকদের দাবি মেনে সেই রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা করার আগে গ্রাম সংসদে সিদ্ধান্ত হয়েছিল বলে দাবি করলেন তিনি। ওই গ্রামের কয়েকজন বলেন, সেখানে রাস্তা তৈরির দাবি দীর্ঘদিন ধরে উঠছিল। সেখানে কয়েকটি কৃষি জমিতে যাতায়াতের জন্য কোনও রাস্তাঘাট ছিল না। সেই কারণে ১৮৬ মিটার রাস্তা তৈরির মাধ্যমে যাতায়াতের সুবিধা করেছেন প্রধান।
এদিকে মগড়াডাঙি এলাকার পঞ্চায়েত দীপক মন্ডল অভিযোগ করেন, এলাকার প্রধান বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা পরামর্শ করে কাজ করছেন। অন্যদিকে বিজেপি নেতা দেবাশীষ দে’র দাবি, গুরুত্বপূর্ণ রাস্তা না তৈরি করে যেখানে রাস্তার খুব একটা দরকার নেই, সেই জায়গায় রাস্তা তৈরি করছে প্রধান। এখানে কাটমানির খেলা দেখছেন তিনি।
এই ব্যাপারে প্রধান অলপ রায় বলেন, বিরোধীদের কোন ইস্যু নেই সেই কারণে তারা এমন অপবাদ দিচ্ছেন। আর যারা এমন অভিযোগ তুলেছেন তাঁরা নিজেরাই বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।