বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজগঞ্জের বিভিন্ন এলাকায়, স্কুলে বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনমুলক র্যালি অনুষ্ঠিত হল। রাজগঞ্জ থানার পক্ষ থেকে এদিন রাজগঞ্জ এমএন হাইস্কুলের এনসিসি-র ছাত্রছাত্রীদের নিয়ে একটি সতর্কতা মুলক র্যালি বের করা হয় যা রাজগঞ্জ বাজার পরিক্রমা করে। এরপর স্কুলে, থানায় চারা গাছ লাগিয়ে দিনটি উদযাপিত হল। ছিলেন আইসি পঙ্কজ সরকার এবং রাজগঞ্জ এমএন হাইস্কুলের প্রধান শিক্ষক ভুপেন্দ্রনাথ রায়।
পরিবেশ দিবস উপলক্ষে বেলাকোবা যুব কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের তরফে বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল। বেলাকোবার রাস্তায় একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী এবং শিক্ষকেরা। সেন্টারের প্রমুখ রোহিত শর্মা বলেন, বেলাকোবা রেঞ্জের পক্ষ থেকে চারা গাছ দেওয়া হয়েছিল। সেগুলি ছাত্রছাত্রী এবং স্থানীয়দের মধ্যে বিলি করা হয়েছে।
এদিকে, রাজগঞ্জের কুকুরজানে সিমান্তবর্তী এলাকায় গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন এলাকার কয়েকজন যুবক। সোমবার সকালে গ্রামের কচিকাঁচাদের নিয়ে কুকুরজান হাইস্কুল, উপস্বাস্থ্যকেন্দ্র সহ চাউলহাটি এলাকায় গাছের চারা রোপণ করে এবং স্থানীয়দের মধ্যে চারাগাছ বিলি করে তাঁরা পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন।

