জন্মদিনেই মৃত্যু! সন্ধ্যার পথ দুর্ঘটনায় নিভে গেল জীবন প্রদীপ

নিয়তির একি খেলা! জন্মদিনের সন্ধ্যাবেলায় নিভে গেলো জীবনপ্রদীপ। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ফাটাপুকুর গাঠিয়াগছের বাসিন্দা সঁঞ্জীব কুড়ির। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁর নাম গৌতম সাহা। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২০) রাত দশটা নাগাদ শিলিগুড়ি থেকে ফেরার পথে আমবাড়ির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পরে একটি অল্টো গাড়ি। সেই গাড়িতে ছিলেন সঁঞ্জীব এবং গৌতম। গুরুতর আহত হন দু’জনই। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সঞ্জীবের।

পাড়া প্রতিবেশীরা জানালেন, রবিবারই ছিল সঞ্জীব বাবুর জন্মদিন। বাড়িতে ফেরার পর হয়তো জন্মদিন উদযাপন বা শুভেচ্ছা আদান প্রদান করতেন তাঁর পরিবারের লোকেরা। তবে নিয়তির করাল বজ্রাঘাতে সব শেষ হয়ে গেল। দুর্ঘটনায় প্রাণ গেল সঞ্জীবের। পরদিন সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেলেন সংসারে।


About The Author