রাজগঞ্জ: একসঙ্গে চার বন্ধু মিলে বেঁচে যাওয়া লটারির টিকিট কেটেছিলেন। বরাত জোরে চার বন্ধুই প্রথম পুরস্কার হিসেবে ১ কোটি টাকা জিতে গেলেন। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল এলাকার ঘটনা। সেখানেই লটারির দোকান চালান নুরুল ইসলাম। বাকিরাও সেখানেই ছোটখাট ব্যবসা করেন।
বৃহস্পতিবার সকালে নুরুলের দোকানের প্রায় সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর ৯০০ টাকার লটারির টিকিট বাকি পড়ে থাকে। সেগুলি চার বন্ধু সামগ্রিক ভাবে নিজেদের জন্য রেখে দেন। বন্ধুরা সকলেই প্রতিবেশী ব্যবসায়ী। কিছুক্ষণ পরে লটারির রেজাল্ট মেলাতে গিয়েই দেখেন প্রথম পুরস্কার তাঁদের লটারিতে লেগে গিয়েছে। খবর চাউর হতেই মানুষের ভিড় জমে যায় লাল স্কুল এলাকায়। ৪ বন্ধুর একজন ওষুধ ব্যবসায়ী আজাদ আলী, মুরগির মাংসের ব্যবসায়ী সাহেব আলী ও শামসুদ্দিন মোহাম্মদ ও লটারি ব্যবসায়ী নুরুল ইসলাম। লটারিতে এক কোটি টাকা পেয়ে দারুন খুশী প্রত্যেকেই।
বি.দ্র.: লটারির টিকিট কাঁটার নেশা বিপদ ডেকে আনতে পারে। RNF কখনই লটারির টিকিট কাটতে উৎসাহিত করে না।

