কি কাণ্ড! অ্যাম্বুলেন্সে কফিনে মৃতদেহের বদলে গাঁজা, গ্রেপ্তার ৪

শিলিগুড়ি: অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা কফিন থেকে উদ্ধার হল গাঁজা। সাদা কাপড়ে জড়ানো কফিন দেখে যে কেউ মনে করবে সেখানে কারও দেহ রাখা আছে। মরা নিয়ে যাচ্ছেন পরিজনেরা। কিন্তু সেই কফিন খোলার পর চোখ কপালে উঠল। দেখা গেল সেখানে কোনও দেহ নেই। তার বদলে সেখানে রাখা আছে গাঁজার প্যাকেট। কফিনের মধ্যে ভরে গাঁজা পাচারের চেষ্টা আর কি। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ি ক্যানাল রোডের ঘটনা।

মঙ্গলবার আমবাড়ি ক্যানেল রোডের কাছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অ্যাম্বুল্যান্সটিকে ধরে। ভেতরে চার জন ছিলেন। গোপন সূত্রে পাচারের খবর ছিল। সেই অ্যাম্বুল্যান্সের দরজা খুলতেই কফিন দেখতে পান পুলিশ। সন্দেহ হতেই খোলা হয় কফিন। আর সেখান থেকে প্রায় ৬৪ কেজি গাঁজা বেড়িয়ে আসে। উদ্ধার কৃত গাঁজা সমেত ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। ধৃতরা হল সমীর দাস (২৮), অপূর্ব দে (৫৪), পাপ্পু মোদক (৩১) এবং সরস্বতী দাস (৩৪)। প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা বলে খবর। মঙ্গলবার ধৃতদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


About The Author