Rajganj: রান্নার ছাই থেকে খড়ের গাদায় আগুন, কোনওমতে রক্ষা

রান্নাঘর থেকে উনুনের ছাই নিয়ে ফেলে এসেছিলেন বাড়ির বাইরে। সেখান থেকেই পাশের খড়ের গাদায় আগুন ধরে যায়। সোমবার রাজগঞ্জের সুখানি অঞ্চলের চড়িয়াপাড়া এলাকায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে চড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা রহিমউদ্দিনের বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লাগে। খবর দেওয়ায় হয় দমকলে। তার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। কিছুক্ষন পর সেখানে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ।

জানা গেল, বাড়িতে রান্নার কাজ সেরে উনুনের ছাই পাশে খড়ের গাদার অদূরে ফেলে রাখা হয়েছিল। সেখান থেকেই সম্ভবত আগুন লেগেছে। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় চড়িয়াপাড়া এলাকায়।


About The Author