টানাটানির সংসার থেকে উচ্চমাধ্যমিকে ৯১.২%, শিক্ষিকা হতে চায় মনিকা

রাজগঞ্জ: আর্থিক অনটনকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে ৯১ শতাংশ নম্বর। আগামীতে শিক্ষিকা হতে চায় রাজগঞ্জের মনিকা। 

বাবা রান্নার কাজ করেন। সেই দিয়ে সংসার চলে কোনওমতে। সীমিত আর্থিক যোগান দিয়েই দুই ছেলে মেয়ের পড়াশোনা চালাতে হচ্ছে। এমন টানাটানি সংসার থেকেই উচ্চমাধ্যমিকে দুর্দান্ত সাফল্য এনে দিল মনিকা রায়। রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের কোয়ালিগছের বাসিন্দা বৈদ্যনাথ রায়ের মেয়ে মনিকা এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৫৬ নম্বর পেয়ে চমকে দিয়েছে। সন্ন্যাসীকাটা হাইস্কুলের ছাত্রী সে। ৯১ শতাংশ নম্বর পেয়ে আগামীতে শিক্ষিকা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মনিকা রায়।

মনিকার বাবা বৈদ্যনাথ, দীর্ঘ ২৬ বছর ধরে একটি সংস্থার ক্যান্টিনে রান্নার কাজ করেন। মাস শেষে যা আয় হয় সেই দিয়েই দুই ছেলে মেয়েকে মানুষ করছেন। ছেলেও এবারে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল। মেয়ের রেজাল্টও দুর্দান্ত। মনিকার সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী। এদিকে, বাড়িতে দুই ছেলে মেয়ের ভালো ফলে যতটা খুশী ততটাই রয়েছে আশঙ্কা। উচ্চ শিক্ষার জন্য বাড়তি খরচ দরকার। তা আসবে কোথা থেকে? তবে কোনওমতে চালিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেছেন স্বামী-স্ত্রী। সেই সঙ্গে সহযোগিতার আবেদনও সামনে রাখলেন। পড়াশুনার ব্যাপারে কেউ সাহায্য করলে দু’জনের ভবিষ্যতের স্বপ্ন পূরণ হতে পারে।


About The Author