New Parliament Building: স্বর্ণদণ্ড সেঙ্গেল স্থাপনের মাধ্যমে নয়া ভবনের উদ্বোধন মোদীর

স্বর্ণদণ্ড সেঙ্গল স্থাপনের মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। স্বর্ণদণ্ড সেঙ্গলটিকে পুজো দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে ভবনে নিয়ে এনে স্থাপন করা হল সেটিকে। হাতে করে দণ্ডটি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী মোদী স্বয়ং।
বলা হচ্ছে, এই স্বর্ণদণ্ড সেঙ্গেলটি ন্যায় বিচারের প্রতীক। ব্রিটিশদের থেকে ক্ষমতা হস্তান্তরের পর রাজদণ্ডটি গ্রহণ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। রাজদণ্ডটি দৈর্ঘ্যে পাঁচ ফুট এবং উপরে রয়েছে নন্দী বা শিবের ষাঁড়। জানা যায়, এই দণ্ড একসময়ে চোলা রাজাদের ঐতিহ্য ছিল।
রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদী এবং স্পিকার ওম প্রকাশ বিড়লা উদ্বোধনী পুজোয় অংশ নেন। পুজোর শুরুতেই ভবন নির্মাণকারী কর্মীদের সম্মানিত করেন প্রধানমন্ত্রী। সকাল ৭টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে পৌঁছানোর পর অনুষ্ঠান শুরু হয়। তামিলনাড়ুর অধীনাম থেকে আগত পুরোহিতরা সেঙ্গেলটি তুলে দেন। শুরু হয় যাগ-যজ্ঞ।
সেঙ্গেলের সামনে সাষ্টাঙ্গ প্রণাম সেরে  পবিত্র রাজদণ্ডটি হাতে নিয়ে তামিলনাড়ুর পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ চান। তারপর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে একটি শোভাযাত্রার মাধ্যমে সেঙ্গেল দণ্ডটিকে নতুন সংসদ ভবনে নিয়ে আসেন মোদী এবং লোকসভা কক্ষে স্পিকারের চেয়ারের ডানদিকে একটি বিশেষ জায়গায় স্থাপন করেন।
জানা যায়, ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর চিহ্নিত করার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজদন্ডটি গ্রহণ করেছিলেন। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী মোদী সেঙ্গেলের সামনে শ্রদ্ধার চিহ্ন হিসাবে মাথা নত করেছিলেন।


About The Author