বেলাকোবা: বন্দেভারত ট্রেন চালু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে পাথর ছোড়ার মত বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে। এমন অপ্রীতিকর কোনও ঘটনা যাতে ফের না ঘটে সেকারনে তৎপরতা বাড়িয়েছে রেল প্রশাসন। গুয়াহাটি-এনজেপি রুটে ক’দিনের মধ্যেই চালু হচ্ছে উত্তরপূর্বের প্রথম বন্দেভারত। তাই আঞ্চলিক প্রশাসনকে সঙ্গে রেখে রুটের অন্তর্গত রেল স্টেশনগুলিতে সতর্কতামূলক অনুষ্ঠান চালানো হচ্ছে।
শনিবার বেলাকোবা স্টেশনে বন্দেভারত ট্রেন নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হল। ট্রেনে পাথর না ছোড়া, রেললাইন থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা, বন্দেভারত ট্রেনের গতি, সম্ভাব্য বিপদ সংক্রান্ত নানা ব্যাপারে সতর্ক করা হল স্থানীয়দের। বেলাকোবার পাশাপাশি রানিনগর এবং আমবাড়ি ফালাকাটা রেল স্টেশনেও একই কর্মসূচী পালিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরপিএফ এনজেপি আব্দুল গনি ফারুক, ইনস্পেকটর আরপিএফ জলপাইগুড়ি বিশ্বনাথ মারডি, আইসি জিআরপি এনজেপি চৈতন্য মণ্ডলেরা। সেখানে ছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক বলেন, এলাকার মানুষ শান্তিপ্রিয়। জলপাইগুড়ির কোথাও বন্দেভারত ট্রেনে যাতে কেউ পাথর না ছোড়ে সেই ব্যাপারে লক্ষ রাখা হবে।