বেশ কয়েক হাজার টাকার জাল নোট উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সমেত ৩ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম এমডি সাহাজান আলি (২৭), অনিমেষ দাস (৩১) এবং বিমল সাহানি (৪৩)। তারা সাহুডাঙ্গি এলাকার বাসিন্দা। তাদের কাছে থেকে মোট ৫২টি পাঁচশ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। অভিযুক্তদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
অন্যদিকে, স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় ভুটকির হাট এলাকা থেকে বেশ বড় মূল্যের জাল নোট উদ্ধার করেছিল পুলিশ। সন্ধ্যার ঘটনার পর এলাকায় লক্ষ লক্ষ টাকা উদ্ধারের গুঞ্জনও ছড়ায়। রাতে থানার পক্ষ থেকে জানানো হয় টাকা উদ্ধারের কথা। এই ঘটনার পেছনে কোনও চক্র সক্রিয় রয়েছে কি না খতিয়ে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশের স্টেটম্যান্ট – Today afternoon SI Rajesh Yolmo with PC team held raid at Bhutkihat area and recovered 52 pieces of fake Indian currencies of Rs 500/- from the possession 03 accused persons namely 1) Md Sahajan Ali (27yrs), s/o Md Hossain Ali of Balaram Hat, PO – Sahudangi, PS – NJP Dist – Jalpaiguri, 2) Animesh Das @ Midul (31yrs) s/o Samet Das of Balaram Hat Power Grid, PO – Sahudangi, PS – NJP and 3) Bimal Sahani (43yrs), s/o Kamal Sahani of Adhikari Pally, PO – Sahudangi, PS – NJP who are arrested in c/w Rajganj PS Case no – 168/23 Dated – 01/04/23 u/s 379 IPC. On the strength of written complaint of SI Rajesh Yolmo, started a case u/s 489A/489B IPC.