Jalpaiguri: বাড়িতে ঢুকে পড়ল চলন্ত বাস, আহত একাধিক

যাত্রীসহ একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ল বাড়িতে। ঘটনায় আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবরে প্রকাশ, একটি বেসরকারি মিনিবাস জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চার নম্বর ঘুমটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে তারপর পাশের একটি বাড়িতে ঢুকে যায়। বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকলকর্মীরা। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ।


About The Author