বাড়ির কাজ সামলে উচ্চমাধ্যমিকে ৯২% চা শ্রমিকের মেয়ে অনামিকার

রাজগঞ্জ: চা শ্রমিকের মেয়ে উচ্চ মাধ্যমিকের নজরকাড়া সাফল্য। ৪৬০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে ফাটাপুকুর সংলগ্ন পানিকাউরি অঞ্চলের গাছবাড়ির মেয়ে অনামিকা রায়। 

অনামিকার বাবা ও মা দু’জনই চা শ্রমিকের কাজ করেন। সেই দিয়েই দুই ছেলে মেয়ের পড়াশোনা এবং চারজনের সংসার। বাড়ি ঘরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। বাবা-মায়ের কাজের মধ্যে বাড়ির টুকটাক কাজকর্ম সারতে হয় অনামিকাকেই। এমন পরিস্থিতিতেই উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে মেয়ে। দর্শনে ৯১, সব থেকে কম পেয়েছে। অন্যদিকে পলিটিক্যাল সায়েন্সে ৯৯ নম্বর। বাবা রঞ্জিত রায় মেয়ের রেজাল্টে দারুন খুশী।

অনামিকা রাজগঞ্জের হরিহর হাই স্কুলের ছাত্রী। আগামীতে ইংরেজি বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করে নার্স হতে চায় সে। এমনিতেই রোজ আনো রোজ খাওয়া অবস্থা। দুই ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য বাড়তি খরচ কিভাবে যোগান দেবেন সেই নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে পরিবার। রঞ্জিত রায় বলেন, মেয়ের রেজাল্টে খুশী তবে বাগানে কাজ করে স্বামী স্ত্রী যা হাজিরা পান তা দিয়েই কোনওরকমে চলছে। যদি কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে ভালোই হত।


About The Author