উচ্চমাধ্যমিকে সন্ন্যাসীকাটা হাইস্কুল টপার কোয়েল (৪৬৮)

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯৩.৬% নম্বর পেয়ে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা হাইস্কুলের মধ্যে সেরা হয়েছে কোয়েল রায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৬৮। বরাবরই ক্লাসে ফার্স্ট হয় কোয়েল। আগামীতে ইংরেজি বিষয়ে সাম্মানিক পড়ে ভবিষ্যতে নার্স হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে।

রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের কুতাবগছের বাসিন্দা কোয়েল। তাঁর বাড়িতে দাদা, বাবা-মা, ঠাম্মাকে নিয়ে মোট পাঁচজনের সংসার। বাবা নৃপেন্দ্রনাথ রায় মুরগির ব্যবসা করেন। দাদা কলেজে পড়াশুনা করছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্ন পূরণে আগামীতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানালেন কোয়েলের বাবা। মেয়ের পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় খুশি পাড়া-প্রতিবেশীরা।

কোয়েলের গৃহশিক্ষক শ্যামল মহন্ত বলেন, কুতাবগছ থেকে বেশ কয়েক কিলোমিটার রাস্তা সাইকেল ঠেলে রাজগঞ্জে নিয়মিত পড়তে আসত। ঝড়-জলেও পড়ার আগ্রহ নষ্ট হত না। পড়াশোনার প্রতি কোয়েলের নিখাদ আগ্রহই তাঁর ভালো রেজাল্টের মূলে।


About The Author