বেলাকোবা: টোটো চালিয়ে যা আয় হয় তা দিয়েই দুই ভাইবোনের পড়াশোনা; টেনে টুনে চলে সংসার। সেই পরিবারের মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পেয়ে নজর কাড়ল।
বেলাকোবা গার্লস স্কুলের ছাত্রী বিপাশা মোদক এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৭০ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে। প্রায় সব বিষয়েই মার্কস ৯০-এর ওপর। তবে নম্বর আরও বেশি আশা করেছিল বিপাশা।
জানা গেল, মোদক পাড়ার বাসিন্দা বিপাশা মাধ্যমিকেও ৯২ শতাংশ নম্বর পেয়েছিল সে। আগামীতে নার্সিং পড়তে চায়। বিপাশার বাবা বলরাম মোদক টোটো চালান। মা জয়ন্তি মোদক বাড়ির কাজ সামলান। ভাই ক্লাস সিক্সে পড়ছে।
টোটো চালিয়ে যা আয় হয় সেই দিয়ে চার জনের টানাটানির সংসার চলে যাচ্ছে। বিপাশা ৪৭০ পেয়ে বেলাকোবা গার্লস স্কুলেও প্রথম হয়েছে। মেয়ের দুর্দান্ত রেজাল্টে স্বাভাবিকভাবে খুশির হাওয়া পরিবারে। এদিকে, উচ্চশিক্ষার জন্য আর্থিক চাপও বাড়ছে। স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় রয়েছে পরিবার।
বৃহস্পতিবার স্কুলের পক্ষ থেকে বিপাশাকে শুভেচ্ছা জানান পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিত দে। তিনি বলেন, আগামী দিনে পড়াশুনার ব্যাপারে স্কুলের পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য করা হবে বিপাশাকে।