আইএসসি পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল জলপাইগুড়ি জেলার বেলাকোবার মেয়ে রিয়া মোহতা। আর্টস বিভাগে পড়ে ৪০০-এর মধ্যে ৩৯৬ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ হয়েছে সে। সেই ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রশংসা পত্রও পেয়েছে। আপ্লুত রিয়া জানায় ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি নেবে সে। ভবিষ্যতে প্রশাসকের ভূমিকায় নিজেকে দেখতে চায়।
জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী রিয়া বেলাকোবা বাবুপাড়ার বাসিন্দা। তাঁর বাবা হরি মোহতা একজন ব্যবসায়ী। তিনিও মেয়ের রেজাল্টে স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশী। রবিবার প্রকাশিত হল আইসিএসসি দ্বাদশ শ্রেণির রেজাল্ট। আর সেখানেই ৯৯ শতাংশ পেয়ে রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছেন বেলাকোবার বাবুপাড়ার বাসিন্দা রিয়া মহতা। এদিন তার বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে গেলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, এলাকার মেয়ের এত বড় সাফল্যের জন্য তিনি গর্বিত। আগামীতে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। পাশাপাশি রিয়াকে পুলিশের তরফ থেকেও সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার এবং বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ।