Rajganj: বর্ষা এলেই পাড় ভাঙ্গার আশঙ্কায় ঘুম উবে যায় গৌরিডাঙ্গার

বর্ষা এলেই পাড় ভাঙ্গার আতঙ্কে ঘুম উবে যায় নদীর পাড়ের বাসিন্দাদের। প্রতি বর্ষায় বসত ভিটের মাটি অল্প অল্প করে নদীর গর্ভে চলে যাচ্ছে। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের গৌরিডাঙ্গা গ্রামে তাই নদীর পাড় বাঁধানোর দাবি দীর্ঘদিনের। বেলাকোবা যাওয়ার রাস্তায় চাউই ব্রিজ সংলগ্ন গৌরিডাঙ্গা গ্রাম প্রতি বর্ষায় প্লাবিত হয়। ৩০টি পরিবার পাড় ভাঙ্গার সমস্যা চাক্ষুষ করেন। ২০২০ সালে এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত আবেদন করেছিলেন গ্রামবাসীরা। এরপরে নির্বাচন পেরিয়ে গেলেও এখনও কোনও কাজ হয়নি। 

গ্রামের এক বাসিন্দা দয়াল হাজরা বলেন, আগে নদী অনেকটাই দূরে ছিল। এখন কাছে এগিয়ে এসেছে। বর্ষায় গ্রাম ডুবে যায়। পাড় ভেঙ্গে যায়। এখনই কিছু না করা হলে অদূর ভবিষ্যতে বসত ভিটে নদীগর্ভে চলে যাবে। স্থানীয় পঞ্চায়েত নরেশ রায় বলেন, এলাকায় ঢুকলেই গ্রামবাসীদের অভিযোগ বারবার শুনতে হয়। গৌরিডাঙ্গা গ্রামের এই দাবি আসছে পঞ্চায়েত ভোটের ইস্যু হতে চলেছে। ২০২০ সালে বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর জেলাপরিষদের কাছে আবেদন করা হয়েছিল। পরে ছবি তুলেও পাঠানো হয়েছিল। আশ্বাস পেলেও পরে সেই কাজ শুরু হয়নি। আবার বর্ষা আসছে। এখনই কিছু না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ বলেন, গ্রামবাসীদের আবেদন ওপর মহলে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হয়ে যাবে।

About The Author