Belakoba: নথি-নগদ সমেত দুই সন্তানকে নিয়ে উধাও স্ত্রী, দিশেহারা স্বামী

‘বাপের বাড়িতে যাচ্ছি’ বলে বেড়িয়ে দুই শিশু সন্তানকে নিয়ে উধাও এক গৃহবধূ। দরকারি নথি, টাকা পয়সা সব নিয়ে বেড়িয়েছে বলে দাবি। আট দিন কেটে গেলেও কোনও খোঁজ নেই স্ত্রী-সন্তানদের। স্বামীর দিশেহারা অবস্থা। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন তিনি। এদিকে প্রতিবেশীরা বলছেন, ওই মহিলা মালদায় রয়েছেন। তবে বাচ্চাদের হদিস নেই। বেলাকোবার মুরগিভিটা এলাকার ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন প্রতিবেশীরা।

জানা গিয়েছে, স্বামী রঞ্জিত রায় দিনমজুরির কাজ করেন। সাত বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। অভাবের সংসারে দুই সন্তানকে নিয়ে টানাটানি ছিলই। রঞ্জিত জানান, স্ত্রী সরস্বতী রায় ৮ দিন আগে দুই সন্তানকে নিয়ে সাহুডাঙ্গি এলাকায় তার বাপের বাড়ির উদ্দেশ্য বেরিয়েছিলেন। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায় সরস্বতী বাপের বাড়িতে ওঠেননি। তাঁদের দুই সন্তানকে নিয়ে কোথায় গেলেন স্ত্রী? সেই চিন্তায় ভেঙ্গে পড়েছেন রঞ্জিত। তাঁদের খোঁজ করছেন প্রতিবেশিরাও। কয়েকজনের দাবি, ওই মহিলা মালদায় উঠেছেন জানিয়ে ফোন করেছিলেন। সঙ্গে করে যাবতীয় কাগজ পত্র, টাকা পয়সাও নিয়ে গিয়েছেন। বেলাকোবার এই ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। বেলাকোবা পুলিশ ফাঁড়িতে মিসিং ডায়েরি করেছেন স্বামী। পুলিশ ঘটনার তদন্ত করছে।

About The Author