Belakoba: সরকারি হাসপাতালে রোগী হেনস্থার অভিযোগ

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হেনস্থার শিকার হলেন এক ব্যক্তি। রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে ভান্ডিপাড়ার এক বাসিন্দা আউটডোর ডাক্তার দেখাতে আসেন। মুখে মাস্ক নেই দেখে অভিযুক্ত ডাক্তার ভরকে যান। তা দেখে ওই ব্যক্তি নিজের মুখে রুমাল চাপা দেন। তাতে ওই চিকিৎসক আরও তেতে উঠে প্রেসক্রিপশন ছুঁড়ে ফেলে দেন। বেলাকোবা গ্রামীণ হাসপাতালের ওই ডাক্তারের বিরুদ্ধে রোগীদের মন্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ডাক্তারি করছেন। রোগীদের সঙ্গে মাঝেমধ্যেই খারাপ ব্যবহার করেন বলে তাঁদের অভিযোগ। 

এদিন, সকালে মকসেদুল হক নামের ওই ব্যক্তি বেলাকোবা গ্রামীণ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন। তারপরই এত কাণ্ড ঘটেছে বলে দাবি। এই বিষয়ে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-কে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসকের কাছে প্রশ্ন করা হল তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, বিএমওএইচ জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেয়া হবে।

About The Author