Jalpaiguri: অভিষেকের রাজগঞ্জের সভায় ‘ব্যালট’ নিয়ে হুলুস্থুলু কাণ্ড, দেখুন ভিডিও

দিনহাটার পর এবার জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ব্যালট নিয়ে ধুন্দুমার বাঁধল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় বক্তব্য রেখে মঞ্চ ছাড়তেই ব্যালট নিয়ে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। শনিবার রাজগঞ্জে শ্রী সংঘ মাঠে এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে সাংবাদিকের ক্যামেরায়। যদিও এই ব্যাপার নিয়ে খারাপ কিছু দেখছে না তৃণমূল। অভিষেকের সভায় উপচে পড়া ভিড়ের মধ্যে এই ঘটনা ‘সামান্য ঘটনা’।

প্রসঙ্গত, শনিবার ময়নাগুড়ি, জলপাইগুড়ির সভা সেরে রাজগঞ্জে আসেন অভিষেক। নির্ধারিত কর্মসূচীর অনেকটা দেরিতেই ঢোকেন তিনি। যার জন্য দলের কর্মী সমর্থকদের থেকে ক্ষমাও চান। সেই সভা থেকেই ব্যালট মাধ্যমে মতামত জানানোর কথা বলেছিলেন অভিষেক। যদিও তৃণমূলের তরফে এখানে জনগণের মতামত সংগ্রহের কর্মসূচীর আগাম কোনও খবর ছিল না। তারপরও ব্যালটের ব্যবস্থা করা হয়েছিল এদিন। আর সেখানেই হুলুস্থুল কাণ্ড বাঁধল। এমনই ছবি এবার উঠে এল রাজগঞ্জ থেকে। এই ব্যাপারে বিজেপির কটাক্ষ, দলের কর্মসূচি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনির দরকার হতে পারে অভিষেকের। সেক্ষেত্রে অমিত শাহর কাছে আবেদন করতে পারেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। ব্লক তৃণমূল জানিয়েছে, এদিন সভায় প্রচুর লোকের সমাগম হয়েছিল। সকলেই এগিয়ে এসে মতামত জানাতে চেয়েছেন। তাই এমন সাধারণ ঘটনা হতে পারে। এতে চাঞ্চল্যের কিছু নেই।

দেখুন সেই মুহূর্তের ভিডিও

About The Author