Jalpaiguri: রেশন দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রাহকদের

বেশ কয়েক মাস ধরে রেশন সামগ্রী ঠিকমতো দেওয়া হচ্ছে না। পড়ে দেওয়া হবে বলে প্রতিমাসেই উত্তরোত্তর ‘ডিউ’ করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। শুক্রবার সবুরের বাঁধ ভাঙল। জলপাইগুড়ির বারোপাটিয়া অঞ্চলের বানিয়াপাড়ায় আবারও রেশন দোকানে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে রেশন ডিস্ট্রিবিউটার কোন সদুত্তর দিতে পারছেন না।

জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া অঞ্চলের পেদিপাড়া এলাকার ঘটনা। সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রেশন দোকানদারকে ঘিরে ধরলেন গ্রাহকেরা। অভিযুক্ত দোকানি থানেশ্বর দাসের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে গ্রাহকদের ঠিকমতো রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রেশন দুর্নীতির অভিযোগ তুলে গ্রাহকেরা দোকান ঘিরে বিক্ষোভ দেখাল। এবিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য জানান, এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে ঠিকমতো রেশন পাচ্ছে না সেই অভিযোগ আগে থেকেই ছিল। শুক্রবার সবুরের বাঁধ ভেঙ্গেছে। রেশন দোকানে বিক্ষোভ করেছে। এদিকে অভিযুক্ত রেশন দোকানদার জানান, তার কাছে সামগ্রী ঠিকমতো না আসায় রেশন বিলিতে তাদের অসুবিধা হচ্ছে।

About The Author