Siliguri: ভারতে জমি কিনতে এসে গ্রেপ্তার বাংলাদেশী

ভারতে জমি কিনতে এসে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী। অভিযোগ, ওই ব্যক্তি নকল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ভারতে জমি কিনতে এসেছিল। শিলিগুড়ি আশিঘর রেজিস্ট্রি অফিসে ওই বাংলাদেশী জমি রেজিস্ট্রি করবে সুত্রের মাধ্যমে এমন খবর পায় পুলিশ। রেজিস্ট্রি অফিসের বাইরে ফাঁদ পেতে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার হরিরামপুর এলাকা থেকে এসেছিল ওই ব্যক্তি। নাম দিলীপ সূত্রধর (৪৯)। তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত করছে। 

About The Author