Rajganj: পিএইচই-র গাড়ি উল্টে আহত ৬

সাতসকালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল পাইপবোঝাই ছোট চারচাকা গাড়ি। সেই গাড়িতে থাকা বারো জনের মধ্যে ৬ জন আহত হয়েছেন। রাজগঞ্জের সুখানি অঞ্চল অফিস লাগোয়া জিতুপাড়ার ঘটনা। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। রাজগঞ্জ থেকে চাউলহাটির দিকে যাচ্ছিল পিএইচই-র পাইপবোঝাই গাড়িটি। সুখানি অঞ্চল অফিস পার করেই গাড়িটি বাঁকে নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। গাড়ির মধ্যে মধ্যে থাকা ১২ জন দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রাই অ্যাম্বুল্যান্স ডেকে আহত ৬ জনকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা সাহেদুল ইসলাম, ইয়াসিন আলিরা বলেন, সুখানি গ্রাম পঞ্চায়েত অফিস ছাড়িয়েই চাউলহাটিগামী রাস্তা হঠাৎ বাঁক নিয়েছে। তাঁদের অভিযোগ, এখানে কোনও রোড সাইন, স্পিড ব্রেকার নেই। রাতে পথবাতির ব্যবস্থা নেই। এইসব কারণে রাস্তাটির এই নির্দিষ্ট জায়গায় পরপর দুর্ঘটনা লেগে রয়েছে। এর আগে অনেকের প্রাণও গিয়েছে। সন্ধ্যার পর অন্ধকারে যাতায়াত করতে সমস্যা হয় গ্রামবাসীর। প্রশাসনের কাছে সুব্যবস্থার দাবিতে আবেদন করবেন গ্রামবাসীরা। এলাকার প্রধান শম্পা দত্ত জানান, জেলাপরিষদের রাস্তা। গ্রামবাসীদের আবেদন ওপর মহলে পাঠানো হবে।

About The Author