হাইরোড পার হচ্ছিল ৮ ফুটের অজগর! পুলিশ–পরিবেশ কর্মীর তৎপরতায় রক্ষা পেল ‘বিরল’ প্রাণী

রাজগঞ্জ: রাত তখন প্রায় ১টা। শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কে ছুটে চলেছে একের পর এক গাড়ি। হঠাৎই এক চালক হেডলাইটের আলোয় দেখতে পান রাস্তা জুড়ে নড়ছে কিছু একটা—একটু কাছে যেতেই চোখ কপালে!

শুক্রবার গভীর রাতে ফাটাপুকুর বাস স্ট্যান্ড লাগোয়া হাইরোডের ওপর থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করলেন পরিবেশকর্মীরা।

বার্মিজ পাইথন প্রজাতির অজগরটি রাস্তা পার করছিল অত রাতে! সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামিয়ে দেন। ঘটনাচক্রে পুলিশের একটি টহলদারি টিম রাস্তার পাশেই ছিল। পুলিশদের ডেকে দেখানো হয় সেই দৃশ্য, গাড়ি থামিয়ে দেন চালকেরা।

কর্তব্যরত এসআই দ্রুত যোগাযোগ করেন পরিবেশ কর্মী আকাশ সোনার-এর সঙ্গে। তিনি এবং আরও এক বন্ধু বিশাল ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পুলিশেরাও চমকে যান অতিকায় সাপটিকে দেখে। আকাশ জানাল, এটি একটি বিরল প্রজাতির অজগর। উত্তরের দুর্যোগের পরই প্রচুর বন্যপ্রান তাঁদের ঠিকানা বদলেছে, হতেও পারে সেই কারণে ফাটাপুকুরে চলে এসেছে।

রাতে উদ্ধারের পর পরদিন সকালে বেলাকোবা বনদপ্তর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, এটি সম্পূর্ণ সুস্থ এবং বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

About The Author