কোচবিহার: মোদীকে তিনি বাবা ডাকেন, তাই তাঁর ৭৫ তম জন্মদিনে মূর্তি মাথায় করে এনে বসালেন মন্দিরে, ৭৫ কেজির কেক কেটে শুরু করলেন পুজো। আর করলেন কঠিন প্রতিজ্ঞা, যতদিন না মোদী নিজে এসে তাঁর এই পুজো দেখছেন, ততদিন তিনি ভাত বা রুটি, কিছুই নাকি খাবেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে কোচবিহারের মাথাভাঙ্গায় দেখা গেল এক অভিনব ও চমকপ্রদ দৃশ্য। পেশায় রাধুনী, বিজেপি কর্মী প্রফুল্ল বর্মন নিজের বাড়িতে মোদীর মূর্তি স্থাপন করে শুরু করলেন পূজা।
এই উপলক্ষে তৈরি হয় বিশেষ প্যান্ডেল, তেরঙ্গা পতাকায় সাজানো হয় গেট, এবং এলাকাবাসীদের নিমন্ত্রণ করে খাওয়ান তিনি। জন্মদিনে কাটা হয় ৭৫ কেজির কেক, যা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
সবচেয়ে বিস্ময়কর অংশ— মোদীর মূর্তি মাথায় করে ব্যান্ড পার্টি বাজিয়ে শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর মন্দিরে বসিয়ে শুরু হয় পূজা।
প্রফুল্ল বর্মন জানান, তিনি মোদীর “অন্ধভক্ত”। তাঁর প্রতিজ্ঞা— যতদিন না মোদী তাঁর বাড়িতে এসে মন্দির দর্শন করছেন, ততদিন তিনি ভাত বা রুটি খাবেন না, শুধুমাত্র মোদীর উদ্দেশে নিবেদিত খাবারই গ্রহণ করবেন।
এই ঘটনা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি ভক্তির চূড়ান্ত প্রকাশ, কেউ আবার প্রশ্ন তুলছেন রাজনৈতিক ব্যক্তিত্বের পূজা নিয়ে। তবে প্রফুল্লর বিশ্বাস, “মোদীই আমার ঈশ্বর, তাঁর দর্শনই আমার জীবনের লক্ষ্য।”
- মাথাভাঙ্গায় মোদীর জন্মদিনে ৭৫ কেজি কেক, মূর্তি পুজো, শোভাযাত্রা। রাধুনী প্রফুল্লর প্রতিজ্ঞা— মোদীর দর্শন না হলে ভাত রুটি নয়।