মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়া! ৭ বছরের ‘অভিমানী’ শিশুকে ঘরে ফেরাল পুলিশ

মায়ের কাছে বকুনি খেয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছিল সাত বছরের এক শিশু। জাতীয় সড়ক ধরে হেটে প্রায় দেড় কিলোমিটার পথ চলে এসেছিল অভিমানী শিশু। এরপর খুদেকে উদ্ধার করে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে পুলিশ। রবিবার দুপুরে বালুরঘাটের নাট্যমন্দির এলাকায় ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে, বছর সাতের ওই শিশু বাড়িতে মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে প্রথমে বাড়ির লোকজন তা খেয়াল না করলেও পরে শিশুটিকে না দেখতে পেয়ে খোঁজখুজি শুরু করেন। এদিকে শিশুটি হাঁটতে হাঁটতে একা-একাই বাড়ি থেকে বেরিয়ে জাতীয় সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসে। সেই সময়ই জাতীয় সড়কের ওপর বালুরঘাট থানার ট্রাফিক পুলিশের নাকা চেকিং চলছিল। বছর সাতেকের ওই শিশুটি পুলিশের নজরে পড়ে যায়। শিশুটিকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয়। শিশুটিকে উদ্ধার করে বালুরঘাট ট্রাফিক থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ করে ওই শিশুটির বাড়ির খোঁজ পায় পুলিশ। এরপরেই শিশুটির বাবা ও মাকে ডেকে নিয়ে তাদের হাতে শিশুটিকে তুলে দেয় পুলিশ। পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির পরিবার।

About The Author