ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতে অনুপ্রবেশের চেষ্টা জইশ জঙ্গিদের। জম্মুতে BSF-র আক্রমণে ৭ জইশ জঙ্গি নিহত।
জানা গেল, জম্মুর সাম্বা সেক্টরে জঙ্গিদের উপর ভারতীয় সেনার হামলা। ভারতীয় সেনার গুলিতে ৭ জইশ-ই-মহম্মদ জঙ্গি নিহত হয়েছে।
পহেলগাঁওয়ে নিরীহদের ওপর পাক মদতপুষ্ট জঙ্গিদের হত্যালীলার জবাব অপারেশন সিঁদুরে দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনা।
বৃহস্পতিবার পাকিস্তানের ২টি JF-17 বিমান ও ১ টি F-16 বিমান ধ্বংস করে ভারত। ভারতে হামলা চালানোর চেষ্টাও রুখে দেয়, ৬০টি পাক মিসাইল ধ্বংস করে ভারত।
পাশাপাশি করাচিতে বড়সড় হামলা ভারতের, পরপর ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাকিস্তানের ১৬টি শহরে ভারতীয় সেনার হামলা। অ্যাকশনে INS বিক্রান্ত, করাচি বন্দরে হামলা, খবর সূত্রের।

