কলকাতা: পুজোর আগেই বাঙালির রসনাতৃপ্তির খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে রাজ্যজুড়ে। গতকাল রাতেই বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকেছে ৫০ টন পদ্মার ইলিশ। বাংলাদেশের উপহারস্বরূপ এই ইলিশের আগমন পশ্চিমবঙ্গের বাজারে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
দুর্গাপুজোর বিশেষ দিনে ইলিশের টুকরো যেন বাঙালির থালায় আবশ্যিক। সেই চাহিদা পূরণে এবার আগেভাগেই পদ্মার রূপালি সৌন্দর্য হাজির। ট্রাকভর্তি ইলিশ ঢুকেছে রাজ্যে, যার মধ্যে বেশিরভাগই ৭০০ গ্রাম থেকে ১.২ কেজি ওজনের।
বাজারে কেজি প্রতি দাম শুরু হয়েছে ₹১,২০০ থেকে ₹১,৮০০ পর্যন্ত, মাছের আকার ও গুণমান অনুযায়ী। পাইকারি বাজারে কিছুটা কম হলেও খুচরো বাজারে দাম চড়া। তবে উৎসবের আবহে দাম নিয়ে আপত্তি তুলছেন না ক্রেতারা।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ইলিশ পাঠানোর পরিকল্পনা রয়েছে। ফলে পুজোর দিনগুলোতে ইলিশপ্রেমীদের জন্য সুখবর অপেক্ষা করছে।