Rajganj: মাস্ক না পরায় রাজগঞ্জ বাজারে গ্রেপ্তার ৫, ধরে ধরে করোনা টেস্ট শিকারপুরে

করোনা বিধি না মানায় রাজগঞ্জ বাজারে গ্রেপ্তার ৫। শিকারপুর হাটে মাস্ক ছাড়া দেখলেই কোভিড টেস্ট করাচ্ছে পুলিশ। শনিবার ধরে বেঁধে ৪৯ জনের করোনা পরীক্ষা করানো হয়।

মাস্ক ছাড়া রাস্তায় যেখানে সেখানে বেরিয়ে পড়ছেন অনেকেই। এখনও সতর্ক নয় মানুষ! সেই ছবি ধরা পড়ছে রাজগঞ্জের বিভিন্ন জায়গায়। তাদের বিরুদ্ধে রোজই অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার রাজগঞ্জ বাজার এবং শিকারপুর হাটে অভিযান এবং বিধি লঙ্ঘনকারীদের ধরপাকড় অভিযানে নামে পুলিশ।

রাজগঞ্জের শিকারপুর এবং রাজগঞ্জ বাজারে সপ্তাহে দুদিন বসে সাপ্তাহিক হাট। মানুষের ভিড় হয় প্রচুর। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও ভিড়ের বদলাচ্ছে না ছবিটা। শিকারপুর হাটে মাস্ক ছাড়া দেখলেই কোভিড টেস্ট করাচ্ছে পুলিশ।

শিকারপুর হাটে কোভিড ভাইরাস ছড়াতে না পারে তার জন্য জলপাইগুড়ি জেলার রেগুলেটেড মার্কেট কমিটির ও জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে হাটে মাইকিং করা হচ্ছে। প্রত্যেক গেটে বেলাকোবা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সেভিক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ মাক্স ছাড়া হাটে প্রবেশ করতে না পারে। পাশাপাশি হাটে ঘুরে ঘুরে চলছে মাইকে প্রচার কিন্তু তবুও জনগণ সচেতন নয়। পুলিশ সামনে পড়লেই পরছে মাস্ক কিন্তু ভিতরে প্রবেশ করলেই মাছের কোনও বালাই নেই। এই কারণে মাস্ক ছাড়া কাউকে দেখলেই জোর করে কোভিড টেস্ট করাচ্ছে পুলিশ।

 

About The Author