ভারতে অবৈধভাবে ঢুকে কাজ করছিল বাংলাদেশীরা, অবশেষে গ্রেপ্তার

কয়েক মাস আগেই ভারতে ঢুকেছিল; কেরলে কাজও করেছে বাঙ্গালি হয়ে। এবার ফেরার সময়ে পড়ল ধরা!

অবৈধভাবে ভারতে ঢুকে ফের অবৈধভাবে ফিরতে গিয়ে সীমান্তে BSF-র হাতে ধরা পড়ে গেল ৪ বাংলাদেশী। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তের ঘটনা। সঙ্গে তিনজন ভারতীয় দালালকেও আটক করল পুলিশ। টাকা নিয়ে বাংলাদেশীদের এপারে আনার ব্যবসা করছিল বলে পুলিশের দাবি। এদিন চার বাংলাদেশী এবং তিনজন ভারতীয় দালাল সহ মোট সাতজনকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ।

অন্যদিকে, রাজগঞ্জেও এক বাংলাদেশিকে আটক করল ভোরের আলো থানার পুলিশ।

দীর্ঘদিন আগেই রাজগঞ্জের চাউলহাটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে ছিল ওই বাংলাদেশি। একটি ভুয়া আধার কার্ড তৈরি করে ফারাবাড়ি এলাকার একটি রেস্তোরাতেও কাজও করছিল সে। ব্যক্তির নাম মঞ্জুকুমার রায়। অসৎ উপায়ে মঞ্জু সিংহা নামে আধার কার্ড তৈরি করে এলাকায় ঘুরে বেড়াত। অবশেষে পুলিশের নজরে পড়ে যান। গতকাল তাকে গ্রেফতার করে ভোরের আলো থানার পুলিশ।

শুক্রবার জলপাইগুড়ি কোর্টে পেশ করা হয়েছে। এই দুই ঘটনায় আসামীদের কোর্টে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author