নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, মৃত অন্তত ৩২

নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। এই ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। ৭২ আসনের বিমানটি রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। এপর্যন্ত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বিমানে দুই শিশুও ছিলেন। ৬৮ যাত্রীর মধ্যে ৫ জন ভারতীয়। ৪ জন ক্রু মেম্বার ছিলেন। টেকঅফ করার ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। এপর্যন্ত অন্তত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। ৬৮ যাত্রীর মধ্যে ৫ জন ভারতীয়, ২ জন রাশিয়ান, ১ জন ইরানের, ১ জন আর্জেন্টিনা এবং ২ জন কোরিয়ার বাসিন্দা।

বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘বিমানটি কেন ভেঙে পড়ল? কেউ জীবিত রয়েছেন কি না? তা এখনও বলা যাচ্ছে না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ।

About The Author