জলপাইগুড়ি: চাবাগানের কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে পিকআপ ভ্যান উল্টে মারাত্মক দুর্ঘটনা, নাগরাকাটার থেকে গাঠিয়ার বাগানে যাওয়ার পথে গাড়ি উলটে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন বহু শ্রমিক।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার করে সকলকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ১২ জনকে রেফার করা হয়েছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে।
দুর্ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছেছেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, আইসি কৌশিক কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মজুরুল হক। চিকিৎসায় হাত লাগিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. ইরফান মোল্লা হোসেন নিজেও।
এই মর্মান্তিক ঘটনায় নাগরাকাটায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের নাম—মনীষা মাঝি (২৫), মনীষা খালকো (১৮) এবং সুন্দর মাঝি (৩৩)। তাঁদের পরিবারে নেমেছে গভীর শোক।

