শিলিগুড়ি: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের সিও তথা প্রথম মহিলা ওসি দেবশ্রী চ্যাটার্জী। রাজ্য পুলিশের সিও পদে ১২ নম্বর ব্যাটেলিয়ান ফুলবাড়ি ডাবগ্রামে কর্তব্যরত ছিলেন তিনি। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা তাপস বর্মণ ও গাড়ির চালক মনোজ সাহাও এই দুর্ঘটনায় প্রাণ হারান। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রামে ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে কলকাতার পথে রওনা হন তিনি। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হুগলির দাদপুর থানা এলাকায়। ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁর স্করপিও গাড়িটি।
জানা গিয়েছে, সম্ভবত গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহত ৩ জনকে দাদপুর থানার পুলিশ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিংসকেরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হুগলির এসপি তথাগত বসু। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে ৩ জনের মৃতদেহ রাখা হয়েছে। দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
Deeply grieved to hear about the demise of Debashree Chatterjee, CO 12th Bn in an unfortunate road accident on Durgapur Expressway. She was a KP officer posted on deputation to WB Police. The driver & her guard also died in the mishap. My condolences to the family of the deceased
— Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2020
উল্লেখ্য, ২০১০ সালে তিনি নর্থ পোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পান। তিনিই ছিলেন প্রথম মহিলা ওসি। এর আগে ডিটেক্টিভ ডিপার্টমেন্টের ইম্মোরাল ট্রাফিকিং উইংয়ের ইনচার্জ ছিলেন। তারও আগে ইকবালপুর থানার এসআই ছিলেন। পার্কস্ট্রিট ও হেয়ার স্ট্রিট থানাতেও দায়িত্ব সামলেছেন। সাইবার ক্রাইম সেলেও ছিলেন দেবশ্রী চ্যাটার্জী। প্রসঙ্গত, তিনি ১৯৮৮ সালে ফোর্স জয়েন করেছিলেন। দু’বছর পুলিশ ট্রেনিং স্কুলে থাকার পর লালবাজার ওমেন গ্রিভান্স সেলে সাব ইন্সপেক্টর হিসেবে ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া প্রশাসনিক মহলে।