নর্থবেঙ্গল বডিবিল্ডিংয়ে নজর কাড়ল রাজগঞ্জের ৩

রাজগঞ্জ: নর্থবেঙ্গল বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে নজর কাড়ল রাজগঞ্জের ৩ কীর্তিমান। রাজগঞ্জের ভারত রায়, রথিশ শিল এবং বেলাকোবার অনিকেত দাস যথাক্রমে ৬০ কেজি বিভাগে প্রথম, ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় এবং ৭০ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল নর্থ বেঙ্গল বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ।

রাজগঞ্জের কালিনগরের বাসিন্দা ভারত রায় ৬০ কেজি বিভাগে প্রথম হয়েছেন। বয়স ৪৩ হলেও এখনও ডেডিকেশন বজায় রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ভারত বাবু। দীর্ঘ ১৬ বছর ধরে বডিবিল্ডিংয়ের সঙ্গে যুক্ত তিনি। ভারত বাবু বিবাহিত; তাঁর সংসার রয়েছে। বিয়ের পরও কিভাবে সময় দিচ্ছেন এই ক্ষেত্রে? প্রশ্নের উত্তরে তিনি জানান, সংসারের চাপ থাকলেও ফিটনেসের প্রতি তাঁর সীমাহীন ভালোবাসা। সেই টান থেকেই এখনও নিজেকে ধরে রেখেছেন তিনি। স্বপ্ন সত্যি করার লক্ষে এগোতে গিয়ে কিছুটা আর্থিক সমস্যায় পড়তে হয় ঠিকই, তবে তা উপেক্ষা করেই স্বপ্ন পূরণ করার আশা দেখছেন ভারত রায়।

রাজগঞ্জ প্রধানপাড়ার বাসিন্দা রথিশ শিল ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় হয়েছেন। রথিশ রাজগঞ্জের সুখানি অঞ্চলের মতিরামঝাঁ গ্রামের বাসিন্দা। মধ্যবিত্ত পরিবার থেকে আর্থিক অনটনকে সঙ্গি করেই এগিয়ে চলেছে সে। নর্থ বেঙ্গল বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে খেলে কৃতিত্ব দখল করে এলাকার নাম তুলে ধরায় খুশি স্থানীয়রা।

নর্থবেঙ্গল বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই ৭০ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে বেলাকোবা বাবুপাড়ার বাসিন্দা অনিকেত দাস। অনিকেতের বয়স ২৩। এলাকায় কোচ অভিজিৎ বোসের কাছে প্রশিক্ষন নিচ্ছে এই উঠতি বডিবিল্ডার। প্রথমবার এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সাফল্য মেলায় যথেষ্ট খুশি প্রশিক্ষক এবং সহতীর্থরা।

 

About The Author