রাজ্যে সরকারি ছুটির সংখ্যা আরও বাড়ল। এবার থেকে করম পুজো ও সবেবরাত উপলক্ষে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং অন্য দপ্তরগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই বছরে রাজ্যে করম পুজো এবং সবেবরাত দু’টি ছুটি বাড়বে। মঙ্গলবার নবান্নের তরফ থেকে জানা গিয়েছে, এই বছর থেকে রাজ্যে এই দু’টি দিন সাধারণ ছুটি হিসাবে ধরা হবে।
এবারে করম পুজো হবে আগামী ২৫ সেপ্টেম্বর সোমবার। তার আগে দুটি দিন শনিবার, রবিবার এমনিতেই সরকারি দপ্তরগুলির বেশিরভাগ ছুটি থাকে। ফলে পুজোর মুখে ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর টানা তিনদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। যদিও করম পুজো মূলত গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়। আগে করম পুজো ও সবেবরাত আংশিক ছুটি ধরা হত। কিন্তু এবারে ওই দু’টো দিন সবার জন্য ছুটি।