Rajganj: জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩; মূলে পারিবারিক অশান্তি, অনুমান পুলিশের

রাজগঞ্জে ২ শিশু সহ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

সোমবার সন্ধ্যায় রাজগঞ্জের সুখানি অঞ্চলের জিতুপাড়া গ্রামে পুকুর থেকে দুই শিশু সন্তানসহ এক মহিলার দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল ওই তিনজন। পরে সন্ধ্যায় বাড়ির সামনের পুকুর থেকে দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুকুরে ঝাঁপ দিয়েছে বলে মনে করা হলেও ঘটনার অস্বাভাবিকতায় ঘনীভূত হচ্ছে রহস্য। প্রশ্ন উঠেছে, কিভাবে বাড়ির সামনে লোকচক্ষুর সামনে ওই পুকুরে দুই শিশুকে নিয়ে ডুবে গেলেন গৃহবধূ? বাড়ি সংলগ্ন পুকুরে এত বড় ঘটনা ঘটলেও কোনও হদিস পাননি পরিবার? তৈরি হয়েছে রহস্য।

রাজগঞ্জ পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান। এদিকে অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এই তথ্য জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষী দত্ত। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানালেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি জানা যাবে।

About The Author